স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, কুমিল্লা -৭আসনের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ওজলবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
পরিবেশমন্ত্রী এক শোক বার্তায় বলেন, আজীবন জনকল্যাণে নিবেদিত অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ ও আদর্শবান রাজনীতিক ও আওয়ামী লীগের একজন পরীক্ষিত নেতা। জনগণের সেবায় তার অসামান্য অবদানের জন্য কুমিল্লা -৭ আসনের জনগণ তাকে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। স্বাধীনতা যুদ্ধে তার অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।পরিবেশমন্ত্রী অধ্যাপক আলী আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তস্থ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।