রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন

ভৈরব থেকে সিলেট

বিএনপির রোডমার্চ আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ এই পর্যন্ত দেখেছেন

সরকার পতনের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার রোডমার্চ করবে বিএনপি। ভৈরব থেকে সিলেট পর্যন্ত রোডমার্চ করবে রাজপথের প্রধান বিরোধী দল। ময়মনসিংহ ও সিলেট বিভাগ যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।

সকাল ৯টায় ভৈরব বাস স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ মধ্যে দিয়ে শুরু হবে রোডমার্চ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শেষ হবে।

রোডমার্চের নেতৃত্ব দিবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গতকাল কেরানীগঞ্জ ও টঙ্গী সমাবেশের মধ্যে দিয়ে এ কর্মসূচি শুরু হয়। আগামী ৩ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামে রোডমার্চের মধ্যে দিয়ে শেষ হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102