পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানিজোত গ্রামের
বীরমুক্তিযোদ্ধা কফিল উদ্দীন এবং কালান্দী গঞ্জ এলাকার নুরুল ইসলাম (লালু) এর পরিবারের সদস্য গন । ঘটনাটি গত মঙ্গল বার ১৯ সেপ্টেম্বর রাতে তিরনই হাট ইউনিয়নের
বাবুয়ানীজোত গ্রামে এবং শালবাহান ইউনিয়নের পত্নিপাড়া গ্রামে ঘটেছে।
তেতুলিয়ায় শালবাহান ইউপির পত্নিপাড়া গ্রামের
মোঃ তারা মিয়া (৪৫)শয়ন( ১৩)ফাতেমা (৪৫) মোসুমী(১৮) নুরুল ইসলাস লালু (৫৫) সবুজ(২৫) প্রানজোত গ্রামের
সামসুল হক( ৫৭)কে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানিয়রা রাতে তেতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জানাযায়, দুষ্কৃতিকারীগন বসত বাড়িতে এবং যাত্রি পরিবহন বাসে কোন চেতনা নাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তাদেরকে অচেতন অবস্থায় ফেলে নিয়ে গেছে বসত বাড়ির প্রয়োজনীয় জানিস পত্র এবং নগদ টাকা পয়সা স্বর্ণ্য রোপা গয়না অলংকার।
এ বিষয়ে পত্নিপাড়া গ্রামে বাসিন্দা মোছাঃ রুবিনা বেগমে জানান তার পরিবারের সদস্য গন এখনো অচেতন অবস্থায় আছে তবে আশঙ্খামুক্ত, বড় ধরণের কোন ক্ষতি হয়নি।
তেতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমাজেন্সি কর্তব্যরত চিকিসৎক জানিয়েছেন রোগীদের জ্ঞান ফিরতে ২৪- ৭২ ঘন্টা সময় লাগতে পারে।
এব্যাপারে মডেল থানা পুলিশের ওসি আবু সাঈদ চৌধুরি জানান, তিনি ঘটনাটি শুনেছেন।