বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড ও সরন্জাম ধ্বংস

এম,এ আহমেদ আজাদ, নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। এসময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়- নবীগন্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে বিবিয়ানা নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি সংঙ্ঘবদ্ধ চক্র। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত তপতীবাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে রুমন আহমেদকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও ৭০০ফুট পাইপ ধ্বংস করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার বলেন- অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102