বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

বৃটেনের কার্ডিফে কনস্যুলার সার্ভিস সফলভাবে সম্পন্ন

আতিকুল ইসলাম, কার্ডিফ (ওয়েলস)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ এই পর্যন্ত দেখেছেন
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের দি হ্যাঁভ কমিউনিটি সেন্টারে বিপুল সংখ্যক জনসাধারণের অংশগ্রহণে ও ওয়েলস বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোঃ আলীমুজ্জামান এর সার্বিক নিদের্শনায় শনিবার দিনভর কনস্যুলার সার্ভিস প্রদান করা হয়েছে।
কনস্যুলার সার্ভিসে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান স্বর্ণালী চন্দ, হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব, প্রশাসনিক কর্মকর্তা হাসান মোহাম্মদ হুমায়ুন কবির, ফজলে এলাহি, আহমেদ উল্লাহ,ও ইশতিয়াক আকবর উপস্থিত থেকে সার্ভিস প্রদান করেন।
বৃটেনের বামিংহাম হাইকমিশনের পক্ষ থেকে কনস্যুলেট সার্ভিস প্রদানকালে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির প্রবীণ মুরব্বী, প্রবাসের মুক্তিযোদ্ধের সংগঠক  কমিউনিটি লিডার মোহাম্মদ ফিরোজ আহমদ, বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব কাপ্তান মিয়া, সাধারণ সম্পাদক হারুন তালুকদার, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কাউন্সিলার সালেহ আহমদ, রাজনীতিবিদ এম এ মালিক, গোলাম মর্তুজা, আব্দুল কাদির, আলহাজ্ব আসাদ মিয়া, শেখ মোহাম্মদ আনোয়ার, শাহ গোলাম কিবরিয়া, মুজিবুর রহমান মুজিব,  মুহিবুর রহমান খসরু, বদরুল হক মনসুর,  আতিকুল ইসলাম,  শামীম চৌধুরী, তোফায়েল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সার্ভিস চলাকালে একান্ত সাক্ষাৎকারে  সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই কনস্যুলার সেবা গ্রহণ করতে সার্বিক সহযোগিতা করায় স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্মিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর স্বর্ণালী চন্দ ও হাইকমিশনের প্রথম সচিব মোহাম্মদ নাজমুস সাকিব, বলেন, “অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনেও ওয়েলসের নিউপোর্ট সোয়ানসী ও কার্ডিফে পর্যায়ক্রমে এই ধরনের কনস্যুলার সেবা দেওয়া হবে।
বৃটেনের বামিংহাম হাইকমিশনের পক্ষ থেকে কনস্যুলেট সার্ভিস  সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা অবধি কার্ডিফ দি গ্রেঞ্জটাউন হাভ কমিউনিটি সেন্টারে হ্যাভেলোক প্লেইসে আয়োজন করা হয়েছিলো। এবারের সার্ভিসে প্রায় দুই শতাধিক লোক তাদের পাসপোর্ট নবায়ন নো ভিসা প্রসেসিং, পাওয়ার অব অ্যাটর্নিসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণ করেছেন।
বাংলাদেশী পাসপোর্ট নবায়ন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি সেবা প্রদান করেছেন  বামিংহামের বাংলাদেশ হাইকমিশন এর কমকর্তাবৃন্দ।
এদিকে ওয়েলস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বামিংহামস্থ বাংলাদেশ হাইকমিশনের টিমকে সুন্দর সার্ভিস প্রদান করায় ওয়েলসবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নতুন পাসপোর্ট করতে হলে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হয় এতে বাংলাদেশে  নানাভাবে হয়রানির মধ্যে পড়তে হয় বলে উল্লেখ করে প্রবাসীদের জন্য এই পুলিশ ক্লিয়ারেন্স নীতিমালা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102