লিবিয়ায় ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
শক্তিশালী ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় লিবিয়ার পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের আঘাতে দেশটির উপকূলীয় শহরগুলোর শতশত বাড়ি উড়ে গেছে।
এছাড়া দুটি পুরোনো বাঁধ ভেঙে গিয়ে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এরআগে সোমবার পূর্ব লিবিয়াভিত্তিক স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় অন্তত কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তবে কোথা থেকে তিনি এমন পরিসংখ্যান পেয়েছেন তা উল্লেখ করেননি।
নিউজ /এমএসএম