শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ দূতাবাস ব্রাসিলিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ করেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন এবং রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

কেএম শাখাওয়াত মুন বলেন, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও রওশন এরশাদ দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও দুই নেত্রী আলোচনা করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ যে ‘মহাজোট’ গড়েছিল, তাতে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টিও ছিল।

এরপর ২০১৪ সালে বিএনপির বর্জনের মধ্যে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে। আবার আওয়ামী লীগের সঙ্গে সরকারেও অংশ নেয় দলটি, এরশাদ নিজেও হন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

সবশেষ একাদশ সংসদ নির্বাচনে বিএনপি আসার পর সেই নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করলেও দেড় শতাধিক আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি।

২০১৯ সালে এরশাদ মারা যাওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেন তার ভাই জি এম কাদের। তবে তার সঙ্গে ভাবি রওশনের বিরোধ চলছে।

জি এম কাদের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন এককভাবে লড়ার ঘোষণা দিয়ে রেখেছেন। তবে রওশন এখনও এ বিষয়ে কিছু বলেননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102