রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

মালদ্বীপ ইমিগ্রেশনের অভিযানে ৬৫ বাংলাদেশি আটক

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১০৫ এই পর্যন্ত দেখেছেন
মালদ্বীপে অবৈধ প্রবাসী শ্রমিকদের চিহ্নিত করতে অভিযান চালিয়ে ৬৫ জন বাংলাদেশিকে আটক করেছে মালদ্বীপ ইমিগ্রেশন। তাদের সবাইকে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়েছে।
ইমিগ্রেশন এর বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম রোববার (২ জুলাই) জানিয়েছে, এই অভিযানে ৬৬ জন অবৈধ প্রবাসী শ্রমিককে চিহ্নিত করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে যার মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ গত মাসে দেশটির রাজধানী মালে সিটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করে।
দেশটির সরকার অবৈধ প্রবাসী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য পরিচালিত একটি কর্মসূচিতে ১৩ হাজার অভিবাসী শ্রমিকদের ইতিমধ্যে নথিভুক্ত করেছে এবং ২৪ হাজার কর্মীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এই কর্মসূচি মালদ্বীপের অভিবাসন, অর্থ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে পরিচালনা করেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102