গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। সোমবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত পরিবারের সব সদস্যের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সহ-সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজ /এমএসএম