শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে

রাজের কাছ থেকে ডিভোর্স চান পরীমণি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চাইলেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার দিবাগত রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলেন তিনি।

লাইভে পরীমণি বলেন, ‘একটা ফেইক মানুষের সঙ্গে থাকতে পারব না। যে কিনা মানুষকে রেসপেক্ট দেওয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না। কালকে আপনাদের সঙ্গে যে কনভারসেশন (রাজের) হলো সেটা দেখেলেই মানুষ বুঝতে পারবে কতটা ফেইক, কতটা রিয়েল। আমার কিছু বলার নেই। আমি সমস্ত কিছু পাবলিককে দিয়ে দিলাম।PoriMoni: দু'মাস প্রেম করেই অন্তঃসত্ত্বা হয়ে ভক্তদের বুকে দাগা দিলেন পরী

আর কি রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘আমি আর বসতে চাই না। হলে অনেক আগেই হতো। আমি চাই ২৪ ঘণ্টার মধ্যে রাজ আমাকে ডিভোর্সটা দিয়ে দিক। সত্যি আমি চাই না, আমি রাজের স্ত্রী হয়ে আর আমি রাজ্যের মা আমার কাছে অনেক কমফোর্টএবল এবং অনেক আরাম, শান্তির ও সম্মানের। যেটার ভেতর কোনো ফেইকনেস নাই, কোনো মিথ্যা নাই।মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না: পরীমণি

সম্প্রতি শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে কয়েকটি ‘গোপন ভিডিও’ প্রকাশিত হয়। সেই ভিডিওগুলোতে রাজ ছাড়াও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও তানজিন তিশাকে দেখা যায়। ভিডিওতে তাদের কথোপকথন ছিল আপত্তিকর। এ ছাড়া একটি ভিডিওতে রাজ ও সুনেরাহকে মদের বারেও দেখা যায়। porimoni | It's not too late to be a mother, porimoni is spending her  holidays in Cox's Bazar with her husband dgtl - Anandabazar

ভিডিওগুলো ফাঁস হওয়ার পর রাজ ও পরী একে-অপরকে এর জন্য দায়ী করছিলেন। তানজিন তিশা ও সুনেরাহও এ নিয়ে কথা বলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102