শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নৌ-পুলিশের মিথ্যা মামলা থেকে ছাতক পৌর যুবদল নেতাকে অব্যাহতি প্রদানের দাবি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৯৬ এই পর্যন্ত দেখেছেন

ছাতক সংবাদদাতা :  ছাতকে নৌ-পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে যুবদল নেতাকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন ছাতক পৌর যুবদল নেতৃবৃন্দ। বিবৃতিতে যুবদল নেতৃবৃন্দ বলেন, গত ৪ জুলাই রাতে চেলা নৌ-পথে নৌ-পুলিশ ও বালু উত্তোলনকারী শ্রমিকদের মধ্যে সংঘটিত এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে নৌ-পুলিশ ছাতক ইউনিটের এসআই হাবিবুর রহমান  ঘটনার দু’দিন পর ছাতক থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন। এ মামলায় যুবদল নেতা খায়ের উদ্দিনের নাম জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তিনি ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত নয়। নৌ-পুলিশ কারো প্ররোচনায় এ মামলায় তাকে জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। নেতৃবৃন্দ দাবি করেন, নৌ-পথে বালু-পাথর ব্যবসা বা নৌকা-বাল্কহেড ব্যবসার সাথে তিনি কখনো জড়িত নয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টিও তার জানা নেই। রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করতে ষড়যন্ত্রের মাধ্যমে এ মামলায় তাকে জড়ানো হয়েছে। নৌ-পুলিশের ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হচ্ছেন ছাতক পৌর যুবদলের আহবায়ক ও জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক খায়ের উদ্দিন।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে সুনামগঞ্জ জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক, ছাতক পৌর যুবদলের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমদ, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রফিক, সদস্য সাজ্জাদ মাহমুদ মনির সহ নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন ঘটনার সাথে খাতের জড়িত নয়, নিরপরাধ যুবদল নেতা খায়ের উদ্দিনকে নৌ-পুলিশের দায়ের করা মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবি জানানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102