রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগ

লেস্টার সিটিকে পরাজিত করে আশা বাঁচিয়ে রাখলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকার আশা বাঁচিয়ে রাখতে লেস্টার সিটির বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না লিভারপুলের জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন দলের অন্যতম সেরা ফুটবলার মোহাম্মদ সালাহ। অ্যাসিস্ট্রের হ্যাটট্রিক করলেন তিনি, সহজ জয় পেলো অলরেডরা।

আজ মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির ঘরের মাঠে ০-৩ গোলে জিতেছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেন কার্টিস জোনস। বাকি গোল আসে আলেকজান্ডার আরনোল্ডের পা থেকে। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের আগামী আসরে খেলার আশা বেঁচে রইলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

৩৬ ম্যাচে ১৯ জয়, আট ড্র ও ৯ হারে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৫।

পুরো ম্যাচেই লেস্টারের ঘরে আধিপত্য দেখায় লিভারপুল। ম্যাচে ৬৮ শতাংস সময়ই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সফরকারীরা। গোলমুখে লিভারপুলের ১৬ শটের বিপরীটে লেস্টারের শট মাত্র চারটি।

এদিন শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলতে থাকে। কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৩৩তম মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল। সালাহর অ্যাসিস্ট থেকে অলরেডদের লিড এনে দেন কার্টিস জোনস।

তিন মিনিটের ব্যবধানে ম্যাচে নিজের জোড়া গোল করেন জোনস। এবারও গোলের উৎস তৈরি করেন সালাহ। লিভারপুল এগিয়ে যায় ২-০ গোলে।

ম্যাচের ৭১তম মিনিটে লিভারপুলকে ৩-০ গোলে এগিয়ে দেন আরনল্ড। এই গোলের অ্যাসিস্ট করে ম্যাচে অ্যাসিস্টের হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102