শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

জাতীয় পার্টি’র চেয়ারম্যান জিএম কাদের

ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে আগামী জাতীয় নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১২৫ এই পর্যন্ত দেখেছেন

আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে বড় ঘটনার জন্ম দিতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনা জন্ম দিতে পারে। সেটা খারাপের দিকেও যেতে পারে, আবার ভালোর দিকেও যেতে পারে। সামনের দিনে রাজনীতিতে সংঘাত হতে পারে। আবার দমন-পীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখাও হতে পারে। দেশের রাজনীতিতে একটা সমস্যা আছে, তার সমাধান দেখছি না।

বুধবার (১০ মে) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। কী করলে জনগণের ভালো হবে, আমরা সেই দিক বিবেচনা করেই নির্বাচনে সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, ‘আমরা যদি মনে করি, নিজেরাই এককভাবে নির্বাচন করতে পারবো, তাহলে আমরা তাই করবো। যদি আমাদের সেই শক্তি না থাকে, তাহলে আমরা অন্য সিদ্ধান্ত নেবো। তখন আমরা দেখবো, কার সঙ্গে থাকলে জনগণ বেশি উপকৃত হবে, সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। এ ব্যাপারে দলের নেতাকর্মী ও শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102