মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

ধান সংগ্রহ কার্য্যক্রমের উদ্বোধনীতে আব্দুস শহীদ

শেখ হাসিনা দ্বায়িত্ব নেয়ার পর কৃষক-শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়েছে

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন
বুধবার (১০ মে) দুপুরে ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে অভ্যন্তরীন বোরোধান সংগ্রহ-২০২৩ এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমান বলেছেন, এদেশ কৃষকের দেশ, এদেশ শ্রমিকের দেশ। মহান মুক্তিযুদ্ধে কৃষক শ্রমিকরাও রক্ত দিয়েছেন। দেশের জন্য কৃষক-শ্রমিকের ভূমিকা অপরিসীম। কৃষক-শ্রমিকের জন্য যা কিছু করা দরকার বর্তমান আওয়ামী সরকার তা করে যাচ্ছে। এ সরকার কৃষকের সরকার, এ সরকার শ্রমিকের সরকার। শেখ হাসিনার সরকার দ্বায়িত্ব গ্রহণের পর থেকে কৃষক-শ্রমিকের ভাগ্য পরিবর্তনে যা যা করা দরকার সরকার সে সব পদক্ষেপ গ্রহণ করছে। দেশের কৃষক ভাইদের মঙ্গলের জন্য যা করা দরকার আমরা তাই করবো।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তকদীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামিম আহমদ, মৎসজীবী লীগের সভাপতি আশিকুর রহমানসহ শ্রীমঙ্গল উপজেলার কৃষকবৃন্দ।
নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102