রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনায় চিকিৎসকের মৃত্যু, আই‌সিইউ‌তে স্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে মাজেদ আলী মিয়া (৫৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে কোনো চিকিৎসকের মৃত্যু হলো।শুক্রবার বিকেলে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যান মাজেদ আলী মিয়া।চিকিৎসক মাজেদ আলীর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে। তিনি মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মে‌ডিকেল অ‌ফিসার ছিলেন।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজিব জানান, মাজেদ আলী মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চিকিৎসক মেয়ে ১ জুলাই করোনায় আক্রান্ত হন। প‌রে তারা বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।অবস্থার অবনতি হওয়ার পর মাজেদ আলী ও তার স্ত্রীকে জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সাড়ে পাঁচটায় মাজেদ আলীর মৃত্যু হয়। তার স্ত্রী আইসিইউতে রয়েছেন।টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার আইসিইউতে মাজেদ আলী মিয়া ছাড়াও আরও তিনজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102