

স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রকাশিত দৈনিক খোলা চিঠি পত্রিকার সাবেক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মানবাধিকার সংগঠক সরফরাজ আলী বাবুল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট মাউন্ট এডোরা হাসাপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে সিলেট মাউন্ট এডোরা হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিএনপি, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ।,