

স্টাফ রিপোর্টার ঢাকা: প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা (ইঝগগট) প্রো-ভাইস চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন।
তিনি মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাহেব বাড়ির কৃতি সন্তান। প্রফেসর ডা. ছয়েফ উদ্দিন আহমদ সপু এর চাচা নাজির উদ্দিন আহমদের নামে নাজিরাবাদ ইউনিয়নের নাম করণ করা হয়েছে। তিনি ছিলেন অবিভক্ত আসাম প্রাদেশিক পরিষদে সদস্য(এমএলএ)ও মৌলভীবাজার লোকাল বোর্ডের চেয়ারম্যান।
বড় ভাই প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমদ তারেক শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। অপর ভাই লেখক ও গবেষক সাদেক আহমদ গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, অন্যভাই মোস্তাক আহমদ অপু অত্যন্ত সুনামের সাথে সাংবাদিকতা করেন দেশে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে সরকারি চাকরিতে কর্মরত আছেন। সব ছোট ভাই জালাল আহমদ রাজু আইন পেশার সাথে জড়িত রয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ ছয়েফ উদ্দিন আহমদ সপু নিযুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই অভিনন্দন জানান।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও সার্জারি বিশেষজ্ঞ ও সর্বশেষ তিনি ক্যান্সার বিভাগের প্রধান ছিলেন।