স্টাফ রিপোর্টার, রাজনগর: করোনায় কেড়ে নিলো মৌলভীবাজারের রাজনগর উপজেলার নির্বাচন অফিসার আলিফ লায়লার প্রাণ।
বুধবার (৭ জুলাই) রাজধানী ঢাকার লালমাটিয়া সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সপ্তাহখানেক আগে মৌলভীবাজারে করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্বামী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।
রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান বিষয়টি নিশ্চিত করেছেন।