রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু

আন্দোলন যত বাড়বে, প্রশাসন তত নিরপেক্ষ হবে

ঝালকাঠি প্রতিনিধি
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘আন্দোলনের তীব্রতা যত বেশি বৃদ্ধি পাবে প্রশাসন তত বেশি নিরপেক্ষ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। অথচ বিএনপি ভোট বিধ্বস্ত করার জন্য ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের নামে ৬০০ স্কুল-মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ মেরেছে।’

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে আমির হোসেন আমু বলেন, ‘তারা আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করেছে। এটা কোনোপ আন্দোলন হতে পারে না। আন্দোলনে জনসম্পৃক্ততা থাকতে হয়, না হলে কোনো আন্দোলনই গতি পায় না।’

তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে যাবেন না, চ্যালেঞ্জও করবেন না তাহলে সেই নির্বাচনে যে কোনো একজন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেনই। কোনো নির্বচনে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেখানে কাউকে না কাউকে তো বিজয়ী ঘোষণা করতেই হবে। এটা দোষের কিছু না। এটাই হচ্ছে নিয়ম। নির্বাচনের না এসে বাইরে বসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে কথা বলার কোনো মানে নেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা।

ঝালকাঠির জেলা প্রসাশক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102