আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার। বিএনপি যখন ১৯৭৫ সালের পরে ক্ষমতায় এসেছিল তখন থেকেই তারা হত্যার রাজনীতি শুরু করেছিল। এই হত্যার রাজনীতি ও হত্যা করার পরে মিথ্যা কথা বলার রাজনীতি হচ্ছে তাদের আদর্শ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন এলাকায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইন-বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
এসময় সমাবেশে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদেও চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম ভুঁইয়া, মনির হোসেন বাবুল, দীপক ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন, সহ-সভাপতি যুবরাজ শাহ রাসেলসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় আইনমন্ত্রী বলেন, এই মিথ্যা রাজনীতির মাধ্যমে ২০০১ সালে তারা যখন ক্ষমতা দখল করে তখন বাংলার জনগণের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। আওয়ামী লীগের নেতাকর্মী, ভাইবোন ও পরিবার কাউকে তারা বাদ দেয়নি। আপনারা জানেন ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা। আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারা ১৯ বার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর রহমরতে তিনি প্রতিবারেই বেঁচে যান। আপনারা দেখেছেন ২০০৬ সালে তাদের প্রহসন। এই সবই তাদের আদর্শের মধ্যে লিখা আছে। তারা এটা ছাড়া অন্য কিছু করতে পারে না।
আইনমন্ত্রী আরো বলেন, বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখিনি রাজনৈতিক শান্তিও দেখেছে। আমরা এই রাজনীতি ও শান্তি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে তাদেও প্রাপ্য ভোটাধিকার পৌছে দিয়েছি। ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করবো।
এসময় মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিানর যে উন্নয়নের উদ্দেশ্যে সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন। এটাই সকলের ইচ্ছা। আপনারা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের বিরুদ্ধে ও জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় তা মোকাবেলা করে নস্যাৎ করে দিবেন।
নিউজ /এমএসএম