শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরবের জেদ্দা-মদিনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় জেদ্দা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের পিতা ও ভাগিনা বউ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেদ্দা থেকে মহানবী (সঃ) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়ার ১৫০ কিলোমিটার পূর্বে ‘ওয়াদি ফারাহ’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আতাউর রহমান মুকুল ও তার পরিবারের বাকি সদস্যরা গুরুতর আহত হন।

জানা যায়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা, ভাগিনা ও ভাগিনা বউ বাংলাদেশ থেকে উমরাহ পালন করতে সৌদি আরব আসেন। তাদেরসহ পরিবারের বাকি সদস্যদের নিয়ে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে ধাক্কা লেগে গাড়ি উল্টে গেলে আতাউর রহমান মুকুলের পিতা আব্দুল মালেক মেম্বার (৭৪) ও ভাগিনা বউ তাসলিমা বেগম (২০) নিহত হন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

আহত আতাউর রহমান মুকুলের স্ত্রী, মেয়ে, ভাগিনা ও শ্যালক স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102