শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

সিআইডির পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে বিশেষ পুলিশ সুপার (এসপি) ড. মো. নাজমুল করিম খান। বর্তমানে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুয়ায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা ও জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

দেখুন: প্রজ্ঞাপন

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102