রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

ফিফটিতে খুলনা টাইগার্সকে ১৬৬ রানের লক্ষ্য দেয় কুমিল্লা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

হাতে ৮ উইকেট থাকার পরও শেষ ৫ ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাত্র ৪০ রান নেয়। শেষ পর্যন্ত লিটন দাসের পর মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ফিফটিতে খুলনা টাইগার্সকে ১৬৬ রানের লক্ষ্য দেয় কুমিল্লা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা। রিজওয়ান ৫৪ ও খুশদিল শাহ ১৩ রানে অপরাজিত ছিলেন।
রিজওয়ান সর্বোচ্চ রান করলেও তার ইনিংস ছিল ধীরগতির। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে ৪৭ বলে এই রান করেন তিনি। ফিফটি করেন ৪২ বলে। চার মারেন ৪টি আর ছয় ১টি।

লিটন ৪২ বলে ৫০ রান করে আউট হলে ভাঙে রিজওয়ানের সঙ্গে ৬৫ রানের ওপেনিং জুটি। লিটনের ইনিংস সাজানো ছিল ৯ চারে। জনসন চার্লস ক্রিজে এসে ঝড় তুলে ফেরেন সাজঘরে। তিনি ২২ বলে ৩৯ রান করেন।

খুলনার হয়ে ১টি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও নাহিদুল ইসলাম। উইকেট না পেলেও দারুণ বোলিং করেন নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এই স্পিনার। সবচেয়ে খরুচে ছিলেন নাহিদ রানা, ৪ ওভারে দেন ৪৯ রান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102