

ছাতক প্রতিনিধি: উপজেলা যুবলীগ নেতা মাহফুজ বাবলুর উদ্যোগে ছাতক শহরে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারন সম্পাদক মাইনূল হোসেন খান নিখিল, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ও যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আলমের আহ্বানে সারা দিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচী পলন করা হয়েছে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন। বুধবার বিকেলে ৯ নং ওয়ার্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রজাতীর বৃক্ষ আনুষ্ঠানিকভাবে রোপন করে কর্মসুচীর উদ্ভোধন করেন পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু।

উপজেলা যুবলীগ নেতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সামিউল হক সানির পরিচালনায় বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহ আলম, লিটন দাস, রূপক দাস, মনির মিয়া, হাজী মানিক মিয়া, শাহীন আহমদ, উপজেলা যুবলীগ নেতা রাজন আলী, সাব্বির রহমান, জুবায়ের আহমদ, সাবুল মিয়া, আকিকুর রহমান শিমুল, টিটু দাস, মজ্ঞু মিয়া, লায়েক মিয়া, বারিক মিয়া, জাফর আহমদ, সাদিক আহমদ প্রমুখ।