

হৃদয় মজুমদার,ঢাকা: আওয়ামী লীগ নেতা আজ অসহায় অর্থাভাবে পারছেন না স্ত্রীর চিকিৎসা করাতে তাই সাহায্য চাইলেন বিত্তবানদের কাছে। মোঃ আলী জিন্নাহ মেম্বার,১০ নং চনুয়া ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড় সদস্য গ্রাম দমদমা, ফেনী সদর উপজেলা- ফেনী।মোঃ আলী জিন্নাহ সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক। সাবেক ১০ নং চনুয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদের দায়িত্বে ছিলেন আর বর্তমানে ইউপি সদস্য তার স্ত্রী দীর্ঘ ৩ (তিন) বছর যাবত মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন।স্ত্রীর চিকিৎসা করাতে করাতে বর্তমানে জিন্নাহ মেম্বার একেবারে নিঃশেষ। একজন বর্তমান ইউনিয়ন প্রতিনিধি হিসেবে লোকলজ্জায় যারতার কাছে ঢালাওভাবে সাহায্য ও চাইতে পারছেন না। কিন্তু বর্তমানে তিনি আর্থিক ভাবে একেবারে শূন্য। এমতাবস্থায় তিনি কারো সহযোগিতা ছাড়া তার স্ত্রীর চিকিৎসা করানো তার জন্য দূরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাই তিনি অনেকটা বাধ্য হয়েই তার এই করুণ পরিণতির কথা সংবাদ মাধ্যমে জানালেন। তার স্ত্রী বর্তমানে ফেনী আলকেমি হাসপাতালে ৩য় তলায় ৩০৫ নং কেবিনে চিকিৎসাধীন আছেন। আলকেমির ডাক্তার বলেছেন যতদ্রুত সম্ভব আজ কালকের মধ্যেই ঢাকা নিয়ে যেতে, কিন্তু অর্থাভাবে মোঃ আলী নীরবে চোখের পানি ফেলছেন ।একজন সরকার দলীয় সাবেক আত্মত্যাগী কর্মী ও বর্তমান ইউনিয়ন মেম্বার যদি তার স্ত্রীর চিকিৎসা সাহায্য না পেয়ে এইভাবে অসহায় হয়ে পড়ে এটা খুব দুঃখজনক।

তাই আমি সকল বিত্তবান ফেনীবাসীর কাছে ও বিশেষ করে ফেনী সদর বাসীর কাছে অনুরোধ করতেছি আপনারা মোঃ আলী জিন্নাহ মেম্বারের স্ত্রীর চিকিৎসা সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিন।যারা সহযোগিতার জন্য যোগাযোগ করতে চান সরাসরি উনার স্বামী জিন্নাহ মেম্বারের মোবাইল নং 01865513228 যোগযোগ করবেন প্লিজ। তার অবুঝ দুই ছেলের দিকে তাকিয়ে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।,