বাংলাদেশের রাজধানী ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় আসেন। আগামী সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
তিন দিনের সফরের প্রথম দিনে আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক তার সঙ্গে রয়েছেন।
জানা যায়, বিশ্বব্যাংকের কাছে দেড় বিলিয়ন ডলারের বাজেট সহায়তা চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বিশ্বব্যাংক আপাতত ১ বিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে। সরকারের নীতিনির্ধারকরদের সঙ্গে মার্টিন রেইজারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ে বৈঠক করা ছাড়াও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করবেন তারা।
বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য পতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) আর্থিক সহায়তায় সারা দেশে ৫৫টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। এ সব প্রকল্পে আইডিএর প্রায় ১৬ বিলিয়ন ডলার অর্থ সহায়তা রয়েছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম