শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ১

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২০১ এই পর্যন্ত দেখেছেন

অমৃত লাল সুতার,গৌরনদী: গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে সোমবার দুপুরে দুই সদস্য প্রার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের প্রার্থীর চাচা নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে। সংঘর্ষের পর কেন্দ্রে ভোট গ্রহন সাময়িক স্থগিত করার পরে পুনরায় সোয়া ২ টায় ভোট গ্রহন শুরু হয়। ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ, র‌্যাব বিজিপি মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে প্রার্থী হন মোঃ মন্টু হাওলাদার (৫৫) (টিউবয়েল) ও মোঃ ফিরোজ মৃধা (৪৮) (মোড়গ)। সোমবার ৫নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণের সময় দুপুর ১টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের বাইরে সংঘর্ষে ২০/২৫ টি হাত বোমার বিস্ফোরন ঘটে। ভোটাররা আতংকে দিক বিদিক ছুটাছুটি করতে থাকেন। পরিস্থিতি বিবেচনা করে প্রিসাইডিং অফিসার ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ করে দেন।
প্রার্থী মন্টু হাওলাদারের পুত্র এজেন্ট সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, জাল ভোট দিতে আসলে আমি বিষয়টি চ্যালেঞ্জ করার পর ফিরোজ মৃধার নেতৃত্বে ৪০/৫০ জন সন্ত্রাসী লাঠিসোটা, ধারাল অস্ত্র ও বোমা নিয়ে হামলা চালায়। এ অভিযোগ অস্বীকার করে প্রতিদ্বন্ধী প্রার্থী মোঃ ফিরোজ মৃধা পাল্টা অভিযোগ করে বলেন, আমার সমর্থকদের উপর মন্টুর নেতৃত্বে সন্ত্রাসী সমর্থকরা বোমা হামলা চালায়। এ সময় আমার চাচাতো ভাই মৌজে আলী মৃধা (৬৪) আহত হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মনতোষ হালদার বলেন, নিহতের শরীরে বোমার স্প্রিন্টারের আঘাতের চিহ্ন রয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু বকর সিদ্দিক বলেন, ভোট কেন্দ্রে কোন ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে বলে শুনেছি। তবে সংঘর্ষের কারনে দুপুর ১টা থেকে সোয়া ২টা পর্যন্ত ভোট গ্রহণ স্থগিত করা হয় পরে পুনরায় ভোট গ্রহন শুরু হয়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্নভাবে পুনরায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102