শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

ব্রিটিশ বিমান লক্ষ্য করে মিসাইল ছুড়েছে রাশিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের বিমান লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল রাশিয়ার ফাইটার জেট। গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী।

বেন ওয়ালেস জানান, আন্তর্জাতিক আকাশসীমায় ২৯ সেপ্টেম্বর হয় এ ভয়াবহ ঘটনা। এ সময় রয়েল এয়ারফোর্সের ‘আর সি- ওয়ান থার্টি ফাইভ রিভেট জয়েন্ট’ বিমানটি টহল দিচ্ছিল কৃষ্ণ সাগরে। পর্যবেক্ষক যানটির সঙ্গে ছিল না কোনো অস্ত্র বা যুদ্ধ সরঞ্জাম। তাতে মিসাইল ছোড়ে রাশিয়ার দুটি ‘সুখয়- টোয়েন্টি সেভেন’ জেট। সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে ‘প্রযুক্তিগত ত্রুটি’ হিসেবে আখ্যা দেয় পুতিন প্রশাসন। ব্রিটিশ তদন্তেও বেরিয়ে এসেছে রুশ বাহিনীর কারিগরি জটিলতার তথ্য। সে কারণে মৌখিক হুশিয়ারি দেওয়া হয়েছে আপাতত।

তিন সপ্তাহ পর অঞ্চলটিতে শুরু হয়েছে ব্রিটিশ এয়ারফোর্সের টহল। তবে নিরাপত্তার খাতিরে এবার সাথে রয়েছে ফাইটার জেটও।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102