

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল শনিবার । শনিবার বিকেলে সিংচাপইড় ইউনিয়নের শান্তিগঞ্জ (কামার গাও) বাজারে নৌকা প্রতিকের সমর্থনে জনসভা অনুষ্টিত হয়।প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নৌকার সমর্থনে ছাতকের শান্তিগঞ্জ বাজার নেমেছিল জনতার ঢল ।নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হুদা মুকুট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি রেজাউল করিম শামীম। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয়ের ব্যাক্তিগত সহকারী আবুল হাসনাত , সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এবাদুর রহমান এমাদ, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দরগা পাশা ইউপি চেয়ারম্যান মনির হোসেন, জাউয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি রেজা মিয়া তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দ, সিংচাপইড় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, নৌকার সমর্থক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ। বক্তারা বলেন স্বাধীনতার প্রতীক মুক্তিযুদ্ধের প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতীক নৌকা কতটা জনপ্রিয়, উন্নয়নের স্বার্থে একটি মডেল ইউনিয়ন করতে, উন্নয়নকে ত্বরান্বিত করতে ২১ শে জুন আপনাদের রায় নৌকা মার্কার পক্ষে হোক এবং নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। আপনাদের সাথে এবং আপনাদের পাশে, সামনে থাকবে সবসময় সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল।সিংচাপইড় ইউনিয়ন পরিষদকে মডেল ইউনিয়ন পরিষদে রুপান্তর করতে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ি করতে ইউনিয়নবাসীকে অনুরোধ জানান।