শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

যুক্তরাজ্যে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হলে মন্ত্রীসভায় যোগ দেবেন না ঋষি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক সোমবার জানিয়েছেন, যদি লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন তাহলে তিনি তার নেতৃত্বে গঠিত মন্ত্রীসভায় যোগ দেবেন না। 

ঋষি সুনাক বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের চ্যান্সেলর/অর্থমন্ত্রী ছিলেন।

বিবিস রেডিও টুকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দেন ঋষি সুনাক।

ব্রিটিশ গণমাধ্যমগুলোতে খবর বের হয়েছে লিজ ট্রাসের নেতৃত্বাধীন সরকারে ঋষি সুনাক স্বাস্থ্যমন্ত্রী হবেন। বিষয়টি উড়িয়ে দিয়ে সুনাক বলেন, আমি এগুলো নিয়ে একদমই ভাবছি না, আমার ধারণা লিজ ট্রাসও ভাবছে না। আমি আমার বা অন্য কারও দায়িত্ব নিয়ে ভাবছি না। 

তিনি আরও জানিয়েছেন, আগে মন্ত্রীসভায় থেকে বুঝেছেন, বড় বিষয়গুলোতে সবার একমত থাকতে হবে। নয়ত সেটি ভালো হয় না। তাছাড়া এমন পরিস্থিতিতে তিনি আর পড়তেও চান না। 

এদিকে গত মাসে চ্যান্সেলরের পদ থেকে পদত্যাগ করেন ঋষি সুনাক। তিনি জানান, বরিস জনসনের নেতৃত্বে তিনি আর কাজ করতে পারবেন না। এরপরই পদত্যাগের জোয়ার নেমে আসে। শেষ পর্যন্ত অবস্থা বেগতিক দেখে বরিস জনসন ঘোষণা দেন তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন।

বর্তমানে প্রধানমন্ত্রীর দৌড়ে টিকে আছেন লিজ ট্রাস ও ঋষি সুনাক। এ দুইজনের মধ্যে একজন প্রধানমন্ত্রী হবেন। তবে বর্তমানে অনেকটাই নিশ্চিত, পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস।  সূত্র: বিবিসি রেডিও টু, আল আরাবিয়া

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102