শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

চীনের উহানে ৪ জনের করোনা শনাক্ত, ১০ লাখ মানুষ লকডাউনে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছর আগে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এবার পুনরায় সেই উহানেই দেখা দিয়েছে ভাইরাসটির সংক্রমণ। এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় দুদিন আগে দুজন উপসর্গবিহীন রোগী শনাক্ত হয়।

এরপর কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দুজন করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই শহরটিতে লকডাউন ঘোষণা করা হয়। এর ফলে ঘরবন্দী হয়েছেন ১০ লাখ মানুষ।

জানা গেছে, চীনের উহানের জিয়াংজিয়া জেলায় চারজন করোনা রোগী শনাক্তের পর সেখানকার বাসিন্দাদের তিনদিনের জন্য তাদের বাড়িতে বা আঙিনার ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। করোনা শনাক্ত হওয়া ওই চারজনই উপসর্গবিহীন। খবর বিবিসির।

করোনা মহামারির শুরু থেকে ‘জিরো কোভিড’ পলিসি অবলম্বন করে আসছে চীন। এই নীতির অধীনে কোনো এলাকায় একজন করোনায় আক্রান্ত হলেও গণভাবে সবার নমুনা পরীক্ষা, কঠোর আইসোলেশন নিয়ম, স্থানীয়ভাবে লকডাউন আরোপসহ বিভিন্ন কৌশল অনুসরণ করে দেশটি।

এর ফলে বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক কম মৃত্যু হয়েছে। কিন্তু চীনের এই ‘জিরো কোভিড’ পলিসি ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়ছে। কারণ দেশটির অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বিধিনিষেধের চাপে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102