মো. শফি মাহমুদঃ রোববার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আর্ণ এন্ড লিভের এর পক্ষ থেকে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় বন্যা কবলিত ২ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪ শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
দেশ ব্যাপি সাহায্যের অংশ হিসেবে হবিগঞ্জ জেলায় ইতিমধ্যে আর্ন এন্ড লিভ এর খাবারের গাড়ি পৌঁছে গিয়েছে এবং সেখানকার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক, কসবা, করিমপুর, কাকুড়া, নাদামপুর, পিরিজপুর, পাঠান হাটি, মোস্তফাপুর, উমরপুর মধ্যসমত এলাকায় শেষ খবর পাওয়া পর্যন্ত আর্ণ এন্ড লিভের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আর্ন এন্ড লিভ এর চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন জেসি জানান, তার সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরকে বানভাসি অসহায় জনগণের পাশে থাকারও আহ্বান জানান।