স্টাফ রিপোর্টার: উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের আজ গৌরবোজ্জ্বল ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা যুবলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল বের করে। জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের নেতৃতে মৌলভীবাজার পৌরসভা থেকে আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগদেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাউর রহমানের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার ৩- আসনের সংসদ সদস্য নেছার আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজমল হোসেন, অপূর্ব কান্তি ধর, যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান, মো: কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অজয় সেনসহ আওয়ামী লীগের সহযােগি সংগঠনের নেতা কর্মীরা।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম