শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় জমিয়ত নেতৃবৃন্দ শিক্ষার পাশাপাশি খেলাধুলা মানসিক বিকাশে সহায়ক গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো লন্ডনে এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত ৭১-এর অপরাধের দায় জামায়াত এড়াতে পারে না— মির্জা ফখরুল সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনু‌ষ্ঠিত ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বৈষম্য বিরোধী আন্দোলন ও শেখ হাসিনা — ড. এ কে আব্দুল মোমেন

মৌলভীবাজারে ছাত্রদলের দুই গ্রুপের পৃথক বিক্ষোভ মিছিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে একই ইস্যুতে ছাত্রদলের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়েছে।৩ জুন বৃহস্পতিবার বিকেলে দু’টি ব্যানারে দুই গ্রুপের নেতাকর্মীরা একই কর্মসূচী আলাদা ভাবেই পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্য বিতরণ কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের শাহ মোস্থফা কলেজের সামন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমহনা ভ্যালী টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদি পথ সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সহ-সভাপতি আবিদুর রহমান, রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, জসিম তালুকদার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ।অপরদিকে মৌলভীবাজার জেলা, সদর উপজেলা, পৌর ও সরকারী কলেজ শাখা উদ্যোগে পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের বিক্ষোভ মিছিলটি সিকান্দার আলী সড়ক থেকে বের হয়ে এম সাইফুর রহমান রোড প্রদক্ষিণ করে চৌমুহনা গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাযহারুল ইসলাম মহসিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান চৌধুরী ঝুমা,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইহাম মোজাহিদ,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুহিত, দিপক সরকার পাপন, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হায়াতুল ইসলাম রাহি, যুগ্ম আহবায়ক মোস্তাকিম আহমদ টিটু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল মামুন নাহিদ, আব্দুল হাকিম, সজিব কান্তি দাস,ইমরান আহমদ, আলামীন মুন্না,কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক, সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু, শাহ মোস্তফা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান,সদস্য সচিব মেহেদী হোসেন অপি, মারজান আহমদ, আব্দুল হামিদ রনি, সামাদ ইসলাম প্রমুখ।

উভয় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদি পথ সমাবেশে বক্তারা বলেন সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহবান জানান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি তে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102