

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে একই ইস্যুতে ছাত্রদলের পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়েছে।৩ জুন বৃহস্পতিবার বিকেলে দু’টি ব্যানারে দুই গ্রুপের নেতাকর্মীরা একই কর্মসূচী আলাদা ভাবেই পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খাদ্য বিতরণ কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের শাহ মোস্থফা কলেজের সামন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমহনা ভ্যালী টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদি পথ সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সহ-সভাপতি আবিদুর রহমান, রিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, জসিম তালুকদার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান মিলন, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ।অপরদিকে মৌলভীবাজার জেলা, সদর উপজেলা, পৌর ও সরকারী কলেজ শাখা উদ্যোগে পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাদের বিক্ষোভ মিছিলটি সিকান্দার আলী সড়ক থেকে বের হয়ে এম সাইফুর রহমান রোড প্রদক্ষিণ করে চৌমুহনা গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাযহারুল ইসলাম মহসিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাযিদুল আলম চৌধুরী শাহান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান চৌধুরী ঝুমা,পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইহাম মোজাহিদ,জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মুহিত, দিপক সরকার পাপন, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হায়াতুল ইসলাম রাহি, যুগ্ম আহবায়ক মোস্তাকিম আহমদ টিটু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল মামুন নাহিদ, আব্দুল হাকিম, সজিব কান্তি দাস,ইমরান আহমদ, আলামীন মুন্না,কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রদল নেতা এনামুল হক, সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু, শাহ মোস্তফা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিলুর রহমান,সদস্য সচিব মেহেদী হোসেন অপি, মারজান আহমদ, আব্দুল হামিদ রনি, সামাদ ইসলাম প্রমুখ।

উভয় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদি পথ সমাবেশে বক্তারা বলেন সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করার আহবান জানান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের খাদ্য বিতরণ কর্মসূচি তে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।