শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

সিলেটের সাথে সারাদেশের যোগাযোগ বিছিন্ন?

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানি ঢুকে পড়ায় বিমানের ফ্লাইট বন্ধের পর এবার ট্রেন ও বাস যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে পৃথকভাবে ওই জেলার রেলস্টেশন ও বাস টার্মিনাল বন্ধের ঘোষণা দেয়া হয়। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে বলে জানিয়েছে সিলেট রেলস্টেশন কর্তৃপক্ষ।

এদিকে বাস চলাচল বন্ধের বিষয়ে সিলেটের পরিবহন নেতা আবদুল গফুর বলেন, ভারী বর্ষণের কারণে সিলেটের কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনালে জলাবদ্ধতার দেখা দিয়েছে। সিলেটগামী বিভিন্ন সড়কও পানিতে তলিয়ে গেছে। ঢাকা-সিলেট মহাসড়কে এখনও বেশ কিছু যানবাহন চলতে দেখা গেছে। কিন্তু যে কোনো সময় তাও বন্ধ হয়ে যাবে।

বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকার ফলে দুপুরে দিকে সিলেট ও সুনামগঞ্জের সব বিদ্যুৎ উপকেন্দ্র বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে দুই জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102