সংবাদদাতাঃ সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, সিলেট মহানগর আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উপদেষ্টা, সিলেটের গণমানুষের নেতা মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
বুধবার হযরত মানিকপীর (রঃ) টিলার কবরস্থানে শায়িত মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর সমাধিতে গিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ফু্ল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দ।বাদ আছর হযরত শাহজালাল (র:) মাজারে মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর জন্য দোয়া’র আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি এর প্রতিষ্টাতা আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, আব্দুল আলীম (আলম), ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন, সদস্য রবিউল আহমদ, আব্দুল মালেক প্রমুখ।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্টাতা আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান সবসময়ই অত্র সংগঠনের জন্য সুপরামর্শ ও উৎসাহ যুগিয়েছেন আমরা তার এই ঋণ কোনদিন ভুলবো না।