মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

ইউরোপীয় আদালতের হস্তক্ষেপ, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা ফ্লাইট বাতিল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের একাংশকে রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা কার্যকরে শুরুতেই ধাক্কা খেয়েছে ব্রিটিশ সরকার। আদালতের আদেশের কারণে আশ্রয়প্রার্থীদের নিয়ে পূর্ব আফ্রিকার দেশটির উদ্দেশ্যে উড়াল দিতে যাওয়া প্রথম ফ্লাইট বাতিল করতে হয়েছে তাদের।

মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণপশ্চিম ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে ওই ফ্লাইটে ৭ আশ্রয়প্রার্থীর রুয়ান্ডায় যাওয়ার কথা ছিল; কিন্তু সন্ধ্যার দিকে ইউরোপীয় মানবাধিকার আদালতের এক আদেশ তাতে বাধ সাধে বলে জানিয়েছে বিবিসি।

বিমানটি ওড়ার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) এক ইরাকি শরণার্থীকে যুক্তরাজ্য থেকে রুয়ান্ডা পাঠানোর ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন মঞ্জুর করে।

এরপর অন্য যাত্রীরাও তাদের রুয়ান্ডা যাত্রা ঠেকাতে আদালতের দ্বারস্থ হলে ফ্লাইটটি বাতিল হয়ে যায়।

ইউরোপীয় ইউনিয়ন ছাড়লেও যুক্তরাজ্য এখনও স্ট্রাসবুর্গের ওই ইউরোপীয় আদালতের সদস্য।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডা ফ্লাইট বাতিল হওয়ায় ‘হতাশা’ ব্যক্ত করলেও বলেছেন, “পরবর্তী ফ্লাইটের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইউরোপ থেকে ছোট নৌকায় বিপজ্জনকভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করা ঠেকাতে এপ্রিলে আশ্রয়প্রার্থীদের একাংশকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল সরকার।

তাদের এ পরিকল্পনায় উদারপন্থি ও বাম-ঘরানার বিরোধীরা স্তম্ভিত হয়ে যান। দাতা সংস্থা ও ধর্মীয় নেতারাও টোরিদের এ পরিকল্পনাকে ‘অমানবিক’ বলে অ্যাখ্যা দিয়ে আসছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুয়ান্ডাগামী প্রথম ফ্লাইটে যে আশ্রয়প্রার্থীদের নাম ছিল, তাদের মধ্যে অন্তত ৩০ জন স্বাস্থ্য ও মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় কেন তাদেরকে রুয়ান্ডায় পাঠানো উচিত হবে না, যুক্তিসঙ্গতভাবে তা বোঝাতে সক্ষম হন। এর ফলে মঙ্গলবারের ফ্লাইটের যাত্রী সংখ্যা হাতেগোণা কয়েকজনে নেমে আসে।

ফ্লাইটটি ওড়ার কিছুক্ষণ আগে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর) হস্তক্ষেপ করে বসে। তাদের কাছে এক ইরাকি তাকে যুক্তরাজ্য থেকে রুয়ান্ডা পাঠানোর সিদ্ধান্তে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিল। মঙ্গলবার যুক্তরাজ্য সময় সাড়ে ৭টার কিছু সময় পর তারা সেই আবেদন মঞ্জুর করে।

তাদের আদেশে বলা হয়, যুক্তরাজ্যের আদালতে এ বিষয়ে পর্যালোচনা শেষ হওয়ার আগে আবেদনকারীকে রুয়ান্ডায় পাঠানো যাবে না।

ইসিএইচআরের ওই আদেশের পথ ধরে বাকি ৬ জনও লন্ডনের আদালতে তাদেরকে রুয়ান্ডায় পাঠানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বসেন। স্থানীয় সময় রাত সোয়া ১০টার মধ্যে সব যাত্রীকে বিমানটি থেকে নামিয়ে আনা হয়। পরে আনুমানিক ৫ লাখ পাউন্ডে ভাড়া করা বোয়িং ৭৬৭ স্পেনে ফিরে যায়।

ব্রিটেনের সরকার বলছে, কিছু অভিবাসনপ্রত্যাশীকে রুয়ান্ডা পাঠাতে পূর্ব আফ্রিকার দেশটির সঙ্গে ১৪ কোটি ৮০ লাখ ডলারের যে চুক্তি হয়েছে তা ইংলিশ চ্যানেলের বিপজ্জনক পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশের স্রোত ক্ষীণ করে আনবে এবং মানবপাচারের ব্যবসায়িক নেটওয়ার্ক গুড়িয়ে দেবে।

কিন্তু জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান যুক্তরাজ্যের এ পরিকল্পনাকে ‘সর্বনাশা’ অভিহিত করেছেন; চার্চ অব ইংল্যান্ডের পুরো নেতৃত্ব এ প্রক্রিয়াকে ‘অনৈতিক ও লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়েছে; ব্যক্তিগত আলোচনায় ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার যুবরাজ চার্লসও এ পরিকল্পনাকে ‘ভয়াবহ’ বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।

সরকারের এ সংক্রান্ত নীতি আটকে দেওয়ার চেষ্টা করা ‘বাম’ আইনজীবীদের ওপর চরম ক্ষ্যাপা প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আইনি দরকষাকষি আশ্রয় প্রার্থীদের নিরাপদ পথ ব্যবহারে উৎসাহ দেওয়ার চেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এজন্য প্রয়োজনে আইন বদলে ফেলারও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

উচ্চ পদস্থ সমালোচকদেরও একহাত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

“এই নীতির বিষয়ে কিছু সমালোচনা, যার কোনো কোনোটি খানিকটা অপ্রত্যাশিত জায়গা থেকেও এসেছে, (সেসব সমালোচনা) কোনোভাবেই আমাদের নিবৃত্ত বা নত করতে পারবে না। আমরা এগিয়ে যাবো এবং পরিকল্পনা বাস্তবায়ন করে ছাড়বো,” মন্ত্রিসভার সদস্যদের বলেছিলেন জনসন।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102