শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন

মৌলভীবাজারে নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন
তানিম সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় ভাটেরা ইউনিয়নের শাহ মীর এলাকায় দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, তানিম সিদ্দিকী(১৯) সহ ৮/১০ জন নৌকা করে হরিপুর এলাকা থেকে শাহ মীর এলাকার বাড়িতে শিরনী খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে ফিরলেও তানিম নিখোঁজ হয়। এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর রাত পৌনে ১০টার দিকে লাশ উদ্ধার করে। নিহত তানিম সিদ্দিকী বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল এন্ড কলেজের এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল, আবহাওয়া খারাপ ছিল, তাই নৌকা উল্টে যায়। 

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102