স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় নৌকা ডুবিতে নিখোঁজের ৫ ঘন্টা পর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।। সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টায় ভাটেরা ইউনিয়নের শাহ মীর এলাকায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, তানিম সিদ্দিকী(১৯) সহ ৮/১০ জন নৌকা করে হরিপুর এলাকা থেকে শাহ মীর এলাকার বাড়িতে শিরনী খেতে যান। সেখান থেকে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় সবাই সাঁতরে তীরে ফিরলেও তানিম নিখোঁজ হয়। এলাকাবাসী অনেক খোঁজাখুজির পর রাত পৌনে ১০টার দিকে লাশ উদ্ধার করে। নিহত তানিম সিদ্দিকী বরমচাল ইউনিয়নের ইটাখলা গ্রামের তাজুল মিয়ার ছেলে। তিনি ভাটেরা স্কুল এন্ড কলেজের এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল, আবহাওয়া খারাপ ছিল, তাই নৌকা উল্টে যায়।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম