রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় কমলগঞ্জে যুবক আটক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫৬ এই পর্যন্ত দেখেছেন

সোহেল রানা,মৌলভীবাজারঃ ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ায় কমলগঞ্জে এক যুবক আটক করেছে পুলিশ। জানা যায় হযরত মুহাম্মদ( সঃ)কে কটূক্তিকারী নুপুর শর্মার পক্ষে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে অমিত সিং ও সঞ্জয় সিনহা ফেসবুকে স্ট্যাটাস দেন। তাদের স্ট্যাটাস দেখে বেশ কিছু লোক রোববার রাতে অমিত সিনহা ও সঞ্জয় সিনহার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে অমিত সিনহাকে গ্রেপ্তার করে। কিন্তু সঞ্জয় সিনহা বাড়ি থেকে পালিয়ে যায়।এসময় স্থানীয় জনতাকে শান্ত করতে পুলিশের সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ফেসবুকে এ ধরণের স্ট্যাটাসে মাধবপুরে মুসলিম মুসল্লিরা দুটি মণিপুরি বাড়ি ঘেরাও করেছিল।আমি জেলা পুলিশ সুপারের সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিকভাবে স্ট্যাটাস প্রদানকারী মণিপুরি যুবক অমিত সিনহাকে আটক করে থানায় নিয়ে আসি।পরবর্তীতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102