স্টাফ রিপোর্টার: দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। সোমবার (১৩ জুন) মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ায় পরিকল্পনামন্ত্রী করোনা পরীক্ষা করালে আজ সোমবার রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি পুরোপুরি সুস্থ আছেন। ঢাকায় নিজের বাসায় আইসোলেশনে আছেন।
২০২০ সালের ১৩ অক্টোবর পরিকল্পনামন্ত্রী প্রথমবার করোনায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে সিএমএইচে ভর্তি করা হলে করোনামুক্ত হন তিনি।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম