নবীগঞ্জ সংবাদদাতাঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় সৌদি প্রবাসীর জমিজমা ও টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বাজে কানাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আব্দুল মালিকের পক্ষে গত ৬ জুন নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত রমিজ উল্লা তালুকদারের পুত্র তাজ উদ্দিন তালুকদার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মৃত আলহাজ্ব কবির চৌধুরীর পুত্র নবীগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, শেরপুর রোড এলাকার মৃত আঃ ওয়াহাবের পুত্র আফতাব আল মাহমুদ ও সিলেট জিন্দাবাজার এলাকার আল মনসুর এয়ার সার্ভিসের মৃত হাজী ইরফান আলী খাঁনের পুত্র মনসুর আলী খান মুকুল গং।
মামলার বিবরণে জানা যায়, বাদির ভাই আব্দুল মালিক চৌধুরী দীর্ঘদিন ধরে স্বপরিবারে সৌদি বসবাস করছেন। আসামিদের নিকট তার বাড়ির সকল সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য দেখাশুনার দায়িত্ব দেয়া হয়। তারা বাদির ভাইয়ের সাথে প্রতারণা করে জালিয়াতির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাত করেন। এমনকি একই উপায়ে তার সম্পত্তি আত্মসাত করেন। এ বিষয়ে বাদি প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৪ জুন শনিবার বিকালে আসামিরা বাদিকে প্রাণে হত্যার জন্য আক্রমণ করে। পরে সে কোনো রকম প্রাণে রক্ষা পায়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি আরও অভিযোগ করেন, মামলা মোকদ্দমার কারণে তাকে হত্যা করে খুন করে লাশ গুম করে ফেলতে পারে আসামীগণ।
এ বিষয়ে ছাবির আহমেদ চৌধুরী জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। মামলা হয়েছে কি না তিনি জানেন না। মামলা হলে নোটিশ আসবে। আইনীভাবে এর মোকাবেলা করবেন।