রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বাস্থ্যমন্ত্রীর মায়ের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ১৯৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর মা ফৌজিয়া মালেক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন ।

পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানিয়েছেন। তিনি বলেন, “শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল উনাকে (ফৌজিয়া মালেক)৷ অবস্থা খারাপ হলে মঙ্গলবার লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।মাইদুল জানান, ফৌজিয়া মালেক বেশ কিছু দিন আগে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। সেরে ওঠার পরও তার শ্বাসকষ্ট হচ্ছিল, পাশাপাশি বার্ধক্যজনিত কিছু জটিলতাও ছিল।ফৌজিয়া মালেকের স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল মালেক দুই দশক আগে মারা যান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।মানিকগঞ্জের এক সময়ের সংসদ সদস্য মালেক এইচ এম এরশাদ সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন। এরশাদের সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102