রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সোনাইমুড়ীতে এতিম শিক্ষার্থীদের ইফতার করালেন ওসি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৮৭ এই পর্যন্ত দেখেছেন
এতিম শিক্ষার্থীদের খোঁজ খবর নেন ওসি হারুন অর রশীদ

স্টাফ রিপোর্টার: কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সামিল হওয়ার চেষ্টা করেন এ (ওসি) হারুন অর রশীদ। শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসার শতাধিক এতিম ছাত্র,শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের ইফতার করালেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ। এসময় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে তাদের সাথে আলোচনা করেন তিনি।

এতিম শিক্ষার্থীদের খোঁজ খবর নেন ওসি। নিজের ব্যাক্তিগত অর্থায়নে দুই শতাধিক এতিম শিক্ষার্থীসহ শিক্ষকবৃন্দ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের ইফতার করান। অপরদিকে মা-বাবাহারা এতিম শিক্ষার্থীরা পিতৃতুল্য থানার ওসি কাছে পেয়ে মহাখুশি। ওসি হারুন অর রশীদ বলেন,অতীতের ন্যায় সব সময় আমি গরিব অসহায় ও এতিম শিশুদের পাশে ছিলাম এবং থাকবে।

তিনি বলেন,মাদ্রাসার হাফেজ মাওলানা শফিকুর সাবেকে বলেছি এতিম ছাত্র ও মাদ্রাসার কল্যাণে আমাকে বললেন সার্বিক সহযোগিতা করব। কোমলমতি শিশুদের সঙ্গে ইফতার করে আমি তৃপ্তি পেয়েছি। এবং এদের মুখে কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছি। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহ্তামিম হাফেজ মাওলানা শফিকুর রহমানসহ শিক্ষকবৃন্দ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102