

স্টাফ রিপোর্টার:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’ এর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডিপার্টমেন্ট অব পিস অপারেশনের (ডিপিও) প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকই প্রথম বাংলাদেশি সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘ সদর দপ্তরে এতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন ।শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় সম্মানের বিষয়।চলতি বছর ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্র সফরের সময় জাতিসংঘ সদর দপ্তরের আন্ডার সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।সে সময় তিনি জাতিসংঘ মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি কন্টিনজেন্ট পাঠানো এবং জাতিসংঘ সদর দপ্তরের বিভিন্ন উচ্চতর এবং গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আরও অফিসার নিয়োগের অনুরোধ করেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সেখানে বলা হয়, জাতিসংঘের সিনিয়র নেতৃত্ব তখন এ ব্যাপারে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারই ফলে জাতিসংঘ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদবির একজন অফিসারকে নিয়োগ দেওয়া হল।জাতিসংঘে শান্তিরক্ষী পাঠানো ‘উল্লেখযোগ্য সংখ্যক’ দেশের মনোনীত প্রার্থীদের মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে এই পদের জন্য যোগ্য সামরিক অফিসারকে নির্বাচিত করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।সেনাবাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফরের পরপরই মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (মিনুসমা) সেক্টর কমান্ডার পদে নিয়োগ পান বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদবির একজন কর্মকর্তা (ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর)।সেনাপ্রধানের উদ্যোগের কারণেই প্রথম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ মিশনে মোতায়নের আগেই সকল শান্তিরক্ষীদের করোনাভাইরাসের টিকা দেওয়া নিশ্চিত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।আইএসপিআর জানিয়েছে, যারা বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করছেন, তাদেরও জাতিসংঘের তত্ত্বাবধানে টিকা দেওয়া হচ্ছে।শান্তিরক্ষী পাঠানো শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশ এখন জাতিসংঘের নয়টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছে।