রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

অ্যান্ড্রয়েড ভার্সনে ইউটিউবের নতুন ফিচার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৪৭ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: সম্প্রতি ইউটিউবে যুক্ত হয়েছে নতুন ফিচার। ইউটিউব অ্যান্ড্রয়েড ভার্সনে ট্রান্সক্রিপশনে এসেছে এই আপডেটে। ফলে ব্যবহারকারীরা এবার ভিডিও দেখার পাশাপাশি অডিও লিখিত আকারে দেখতে পারবেন। আগে এই সুযোগটি শুধু ডেস্কটপ ভার্সনের জন্যই ছিল।

নতুন আপডেটে ব্যবহারকারীদের ইউটিউব ব্যবহার হবে আরও সহজ। এমনিতেই টিকটকের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় গ্রাহক হারিয়েছে ইউটিউব, ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলো। তাই তো জোর কদমে নিজেদের ঢেলে সাজাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব।

এবার যে কোনো ভিডিওর অডিও লিখিত আকারে দেখতে পারবেন ব্যবহারকারীরা। অর্থাৎ গান বা ডায়লগ থাকলে ট্রান্সক্রিপশন অপশনের মাধ্যমে দেখা যাবে। শুধু তাই নয়, ট্রান্সক্রিপশন অপশনের মাধ্যমে অটো জেনারেটেড ট্রান্সলেশন হয়ে যাবে।

কোনো অডিও বাংলায় থাকলেও তা ইংরেজিতে ট্রান্সলেশন হয় ট্রান্সক্রিপশন অপশনে দেখা যাবে। এতদিন পর্যন্ত কোনো ট্রান্সক্রিপশন অপশনটি শুধুমাত্র ডেস্কটপের জন্যই চালু ছিল। কিন্তু এখন থেকে এই অপশনটি মোবাইল অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যদিও এখনও ওই অপশনটি মোবাইল অ্যাপে দেখা যায়নি।

এছাড়া আরও একটি অপশন যোগ করা হয়েছে। যদি ট্রান্সক্রিপশনে কোনো ভুল থাকে অথবা ট্রান্সক্রিপশন স্ক্রিপ্টে কোনো নির্দিষ্ট শব্দ বা লাইন যোগ করতে ইচ্ছুক হন তাহলেও সেক্ষেত্রেও তা সম্ভব।

তবে সব ভিডিওর ক্ষেত্রেই যে ট্রান্সক্রিপশন অপশন দেখা যাবে এমনটা নয়। শুধুমাত্র ভিডিও ক্রিয়েটর যদি এই ফিচারটি অন করেন, তবেই এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা।

সূত্র: লাইভমিন্ট

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102