সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা

কিয়েভ সফরে পোল্যান্ড, চেক ও স্লোভানিয়ার প্রধানমন্ত্রীরা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে সমর্থন জানানোর জন্য দেশটির রাজধানী কিয়েভ সফরে গেছেন চেক রিপাবলিক, পোল্যান্ড ও স্লোভানিয়ার প্রধানমন্ত্রীরা। মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়, ট্রেনে করে তারা কিয়েভে পৌঁছেছেন।

গত মাসের শেষদিকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালানো শুরু করার পর প্রথমবারের মতো বিদেশি নেতা হিসেবে এ তিন প্রধানমন্ত্রী কিয়েভ সফর করছেন।

মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস সফরের খবরটি নিশ্চিত করে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ সফর প্রসঙ্গে চেক প্রধানমন্ত্রী পেটর ফিয়ালা এক টুইটার পোস্টে বলেন, ‘এ সফরের উদ্দেশ্য হলো- ইউক্রেন, এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ইউরোপীয় ইউনিয়নের দ্ব্যার্থহীন সমর্থন জানানো।’

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথেউস মোরাওয়েকি ফেসবুকে জানান, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘অপরাধমূলক আগ্রাসনের’ ২০তম দিনে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। একইসঙ্গে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে যুদ্ধের কারণে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। তারা প্রতিবেশি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশে অবস্থান করছে রুশ বাহিনীর ৪০ মাইল দীর্ঘ একটি বহর। তারা যে কোনো সময় শহরটিতে হামলা চালাতে পারে।

রাশিয়ার গোলা ও ক্ষেপণাস্ত্র হামলায় খারকিভ, মারিওপল শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানীর খবর পাওয়া যাচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102