সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

তেলের জন্য এবার ভেনিজুয়েলায় ধর্ণা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর আমদানি নির্ভরতা কমাতে ভেনিজুয়েলা থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল দক্ষিণ আমেরিকার দেশটিতে সফর করেছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপের ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় সম্প্রতি মার্কিন প্রতিনিধিদলটি ভেনিজুয়েলা সফরে যায়।  খবর ওয়াশিংটন পোস্টের।

ভেনিজুয়েলার ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা রয়েছে এবং রাশিয়ার তেল-গ্যাসের ওপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে বিকল্প হিসেবে ভেনিজুয়েলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি থেকে তেল আমদানি করতে পারে আমেরিকা।

মার্কিন প্রতিনিধিদলটি ভেনিজুয়েলার শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে গত রোববার আলোচনা করেছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, স্পেশাল প্রেসিডেনশিয়াল এনভয় ফর হোস্টেজ অ্যাফেয়ার্স রজার কার্স্টেন্স, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর হুয়ান গঞ্জালেজ ও ভেনিজুয়েলায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জিমি স্টোরি প্রতিনিধিদলে ছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে টেলিফোনে আলাপ করার কয়েক দিন পর মার্কিন প্রতিনিধিদলটি ভেনিজুয়েলা সফল করল।

তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102