মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

গার্ল গাইডস্ এসোসিয়েশনের আন্তর্জাতিক নারী দিবস পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২০৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে গত ১২ মার্চ বেইলী রোড গাইড হাউজের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয় নারী দিবস। এ সময় বক্তারা পুষ্টি বিষয়ক সচেতনতার প্রতি জোর দেন। বালিকা, কিশোরী, তরুণীদের কৈশোরকালীন পুষ্টির প্রয়োজনীয়তা সম্পর্কে সময়োপযোগী সেশন দেন ন্যাশনাল নিউট্রিশনের ডা. ফতেমা আক্তার পিএম।

দিবসটি উপলক্ষে এসোসিয়েশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের হাতে শুভেচ্ছা উপহার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।

এছাড়া দিনটিতে দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান ও ইয়েস গার্লস্ মুভমেন্ট প্রকল্প কার্যক্রমের কক্ষ উদ্বোধন করেন জাতীয় কমিশনার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জনস্বাস্থ্য পুষ্টি সেবা প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা: এস এম মোস্তাফিজুর রহমান। আরো বক্তব্য রাখেন ডা. এম আখতারুজ্জামান, সাবিনা ফেরদৌস ডেপুটি জাতীয় কমিশনার (প্রসাশন), প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ ডেপুটি জাতীয় কমিশনার (প্রসাশন), তানজিনা বিনতে মোশাররফ জেনারেল সেক্রেটারি। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় রেঞ্জার কাউন্সিলের সেক্রেটারি তাহমিনা বিনতে সিরাজ।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য কমপ্লেক্স, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনের চিকিৎসক, হলদে পাখি, গাইড রেঞ্জার, গাইডার, গাইড সদস্য, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কবিতা আবৃত্তি, দলীয় সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102