ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগায়ের রানীশংকৈলে পুলিশ অভিযান চালিয়ে ৫ চোরাকারবারি সহ ভারতীয় গরু উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মার্চ ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে ভারত থেকে আনা ১০টি গরু উদ্ধার সহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই এরশাদের নেতৃত্বে একদল টহল পুলিশ গত কাল ভোর ৬ টা পর্যন্ত উপজেলার মীরডাঙ্গী মধ্যপাড়ায় অভিযান চালিয়ে কাশেম আলীর পুত্র আঃ আজিজের বাড়ি থেকে ০৮টি ভারতীয় অবৈধ গরু, শুকুর আলীর বাড়ী থেকে ১ টি, মীরডাঙ্গী বাজারের আঃ রহমানের পুত্র আবুল খায়েরের বাড়ি থেকে ১ টি সহ মোট ১০টি গরু উদ্ধার করেছে।ঘটনার সাথে জরিত থাকায় চন্দন চহট ধক্করা গট্টি গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র সাইদুল ইসলাম(৫০), মীরডাঙ্গী বাজারের আঃ রহমানের পুত্র আবুল খায়ের (৩৪), একই এলাকার কাশেম আলীর পুত্র আঃ আজিজ (৬০), শুকুর আলীর পুত্র জাহাঙ্গীর আলী (৪৫) ও জামাল উদ্দীন কে আটক করেছে পুলিশ।
থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চত করে তিনি বলেন, বিষয়টি নিয়ে মামলার প্রক্রিয়া চলছে।