সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা

বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক আবুল কালাম জিলার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

জেসমিন মনসুরঃ মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এডভোকেট আবুল কালাম জিলা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৯ মার্চ) সকাল ৬টার দিকে সিলেটের মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এডভোকেট আবুল কালাম জিলা দীর্ঘদিন ধরে কিডনি সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আবুল কালাম জিলা সাংবাদিক ও আইনজীবী ছিলেন। তিনি কর্মজীবনে অতিরিক্ত সরকারি কৌঁসুলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক খবরের সাবেক জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক, আইনজীবি মহলে শোকের ছায়া নেমে আসে।

বুধবার দুপুর আড়্ইাটায় অ্যাম্বুলেন্সে করে তার কফিন মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মূখে নিয়ে আসার পর কালো কাপড়ে ঘেরা একটি অস্থায়ী মঞ্চে মরদেহ রাখা হলে মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ, জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাউর রহমান ,পৌরসভার মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্ত সহ সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক,সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীগন ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষজন শ্রদ্ধায় ভালোবাসায় তাকে শেষ বিদায় জানিয়েছেন। পরে বেলা ৩টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরে মরহুমের নিজ বাড়ি কদমহাটা,বিনয়শ্রী গ্রামে ২য় জানাজার পরে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।

এদিকে বাংলাদেশ সরকারের বনও পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রী এম শাহাব উদ্দিন আহমেদ এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নেসার আহমদ এমপি ও সাধারন সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মিসবাহর রহমান ,পৌরসভার চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি জনাব এম এ সালাম, ও সাধারণ সম্পাদক পান্না দত্ত, ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এবং দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সহ বিভিন্ন সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিরা মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এবং রাজনীতিবিদ আবুল কালাম জিলার মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো উনাকে জান্নাতবাসী করেন এই দোয়া কামনা করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102